প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 19, 2024, 11:25 p.m.আজ (১৯ মে) সকাল ৫ ঘটিকায় মালিবাগ রেলগেটে এ ঘটনা ঘটেছে। রাজধানীর মালিবাগ রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লাগে মোঃ সুজন (২০) নামে এক কিশো্রের। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
কিশোরের বয়স ২০ থেকে ২১ হবে। কিশোরের নাম মোঃ সুজন।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে ছেলেটি পরিবারহীন। কিশোরের কোন পরিবারের খোঁজ পাওয়া যায়নি,। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়,রাস্তার পাশে ভ্যানের উপরে রাত যাপন করতেন এবং টুকটাক কাজ করে জীবন যাপন করতেন মোঃ সুজন ।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week