প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 31, 2024, 2:05 p.m.ঘরোয়া পরিবেশে সেটি উদযাপনের জন্য অনলাইন থেকে তার পছন্দের একটি চকলেট কেক অর্ডার করা হয়। সন্ধ্যায় পরিবারের লোকজনদের নিয়ে কেক কেটে ও খেয়ে জন্মদিন পালন করে মানবীর। সেই জন্মদিন পালনের কয়েক ঘণ্টা পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মানবীর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মানবীর দাদা হারবান লাল বলেন, ‘গত রোববার সন্ধ্যায় জন্মদিনের কেক কাটে সে। এরপর চলে খাওয়াদাওয়া। রাত ১০টার দিকে সবাই অসুস্থ হয়ে পড়ে। মানবীরের দুই বোন বমি করতে থাকে। প্রচণ্ড তৃষ্ণায় মুখ শুকিয়ে আসছিল মানবীর। সে বারবার পানি খাচ্ছিল। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে।’এই ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলেছে, ‘শিশুটির সুরতহাল করা হয়েছে। কেকের কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week