তারেক রহমানের প্রতি রাগান্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 27, 2024, 2:52 p.m.
তারেক রহমানের প্রতি রাগান্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন যে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত। সোমবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই মানববন্ধনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, "দেশের জনগণ যখন দুর্যোগে রয়েছে, তখন তাদের রক্ষার পরিবর্তে প্রধানমন্ত্রীর প্রধান কাজ হলো তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। আসলে জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, এবং খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন জিয়া পরিবারের বাকি আছেন তারেক রহমান। তাকেও শেষ করতে চায় তারা। তারেক রহমানের ওপর মূল রাগ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। তিনি দেশের ডান, বাম, সমাজতান্ত্রিক এবং ইসলামপন্থি সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন।"

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রীর তারেক রহমানকে দেশে এনে বিচার কার্যকর করার সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ করে মহা আনন্দ লাভ করেন, সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার করা। বেগম খালেদা জিয়াকে তিনি দীর্ঘদিন ধরে বন্দি করে রেখেছেন এবং তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা।"

রিজভী আরও বলেন, "আমরা খন্দকার আবু আশফাকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।"

এই মানববন্ধনে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ।


আরও পড়ুন