৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 4, 2024, 11:55 a.m.
৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে ঘরে ঢুকে অপহরণের ৯ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি রাসেল হোসেন অপুসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য ৩ আসামি হচ্ছে- টিপু ভূঁইয়া, নাহিদ হোসেন প্রকাশ ফাহাদ ও নাজমা বেগম। এ নিয়ে ৬ জন গ্রেপ্তার হলেও এখনো পলাতক ৪ আসামি। 
গত মঙ্গলবার রাতে নরসিংদীর শিপপুর থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়। গত ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় নৌকার স্লোগান দিয়ে অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত মামলার প্রধান আসামি অপুসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
উল্লেখ্য, দেড়মাস আগে স্কুলের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ঢাকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে ওই ছাত্রী। ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় নৌকা মার্কার নির্বাচনী স্লোগান দিয়ে ২০-২৫ জনের একদল যুবক মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে রাসেল হোসেন অপুর নেতৃত্বে ৮-১০ জনের একদল ঘরে ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ছাত্রীর মা ও ভাইসহ অন্যদের অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।


আরও পড়ুন