নিপুণের বিপরীতে লড়তে চান সেই শ্রাবণ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: April 1, 2024, 5:15 p.m.
নিপুণের বিপরীতে লড়তে চান সেই শ্রাবণ

ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি, তবু তালিকায় আমার নাম না দেখে হতাশ হই। এর পর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ।এ বিষয়ে শ্রাবণ শাহ বলেন, ‘আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে যখন নোংরামি হয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার। লড়ার মতো লড়তে চাই৷ সবাই পাশে থাকবেন।আমি রত্না আপার কথার সূত্রেই লিখেছিলাম, ‘সভাপতি পদে কাউকে না পাওয়া গেলে শেষে জায়েদ খানকে সভাপতি করে প্যানেল ঘোষণা দিয়ে আমাদের সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি চলছে না তো?’ এটাই আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম। নিপুণ আপু এটা দেখিয়ে আমাকে বললেন, ‘এই স্ট্যাটাসের কারণে তোমার সদস্যপদ বাতিল করা হয়েছে।


আরও পড়ুন