চীনের কাছ থেকে ১০০ কোটি ডলার সহায়তা পাবে বাংলাদেশ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 10, 2024, 8:40 p.m.
চীনের কাছ থেকে ১০০ কোটি ডলার সহায়তা পাবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সেই সাথে বাংলাদেশকে চারটি খাতে ঋণ সহায়তার কথাও জানিয়েছেন তিনি। বুধবার (১০ জুলাই) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চীনের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "লি কিয়াং বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশকে এক বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা দেয়ার কথা জানিয়েছেন তিনি।"

আগামী বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীসহ অন্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, "বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন। লি কিয়াং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা কথা বলবেন বলে জানিয়েছেন।"

চীনের সাথে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করেছেন। এক্ষেত্রে চীনের প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা বলেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, "তারা আম আমদানির কথা জানিয়েছেন। এছাড়া কাঁঠাল ও পেয়ারা এ দুটি ফলও আমদানির বিষয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।"

চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, ওষুধ, সিরামিকসহ অন্যান্য পণ্যও যাতে চীন আমদানি করে, তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বারোপ করেছেন। চীন সরকারও আগ্রহ প্রকাশ করেছে। চীনের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে।

লি কিয়াং বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, "বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দু'দেশ একসাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুই প্রধানমন্ত্রী।"


আরও পড়ুন