ইউরোপের আকাশে দেখা মিলল রহস্যময় আলোর

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 13, 2024, 9:38 p.m.
ইউরোপের আকাশে দেখা মিলল রহস্যময় আলোর

গোলাপী,নীল,সবুজসহ বর্ণিল এই আলোচ্ছ এর খেলা চলে টানা কয়েক ঘন্টা। যা দেখা যাই জার্মানির সুইডেন, সুইজারল্যান্ড,ব্রিটেনস ইউরোপের বিভিন্ন দেশে। রহস্যময় এই আলো হচ্ছে মূলত সৌরঝড়, যাকে কেন্দ্র করে দেখা মেলে নর্দান লাইটস। সূর্য থেকে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা যখন পৃথিবির বায়ুমন্ডলে গ্যাসের সঙ্গে সংঘর্ষিত হয় তখন এটি ইলেক্ট্রো-ম্যাগনেটিক রেডিয়েশন ডিসপ্লে তৈরি করে যা দেখা যায় আকাশে। তবে এই আলোচ্ছটির রঙ নির্ভর করে মূলত  আগত কণা এবং তাদের শক্তির উপর।

 

এদিকে এবারের নর্দান লাইটসকে দুই দশকের অন্যতম শক্তিশালী  সৌরছল বলে দাবি করছে  যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া বিষয়ক সংস্থা। শক্তিশালী  এই সৌরঝড়ের কারণে বিদ্যুৎ পরিসেবার সাময়িকভাবে ব্যঘাত গঠেছে সুইডেনে। এছাড়া স্যাটেলাইট সিস্টেম ও পাওয়ার গ্রিডের উপর বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, নর্দান লাইটস হচ্ছে পৃথিবির অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের মধ্যে একটি। তবে এটি শুধুমাত্র ইউরোপ ও উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বাসিন্দারা দেখতে পান ।


আরও পড়ুন