মেসির ইনজুরি কোপা আমেরিকার আগে বড় চিন্তার কারণ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 24, 2024, 2:33 p.m.
মেসির ইনজুরি কোপা আমেরিকার আগে বড় চিন্তার কারণ

 

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জন্য একটা ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে। জাতীয় দলের ডিউটিতে কিছুদিন পরই আর দম ফেলার ফুরসত পাবেন না তিনি। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার জন্যে ইতোমধ্যেই লিওকে অধিনায়ক করে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সামনে আছে প্রস্তুতি ম্যাচসহ এমএলএসের ম্যাচও।

কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে মাঠে দেখার আগে ভক্তদের জন্যে আছে একটা দুঃসংবাদ। ইনজুরি যেনো কোনোভাবেই পিছু ছাড়ছে না লিওর। ইনজুরি থেকে মাঠে ফিরে আবারও হাঁটুতে ব্যথা অনুভব করছেন আর্জেন্টাইন মহাতারকা।

হ্যামস্ট্রিং ও হাঁটুর চোট

এমএলএসে আগামী রোববার (২৬ মে) নিজেদের পরবর্তী ম্যাচটা ভ্যানকুভারের বিপক্ষে। ইতোমধ্যেই মেসিরা ম্যাচকে সামনে রেখে কানাডায় পৌঁছে গেছেন। তবে, সেই ম্যাচটায় মেসি মাঠে নামবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

মেসি সম্প্রতি এমএলএসে ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেশ ক্লান্ত দেখা যায়। অনুশীলনে হাঁটু গেড়ে বসে পড়তেও দেখা যায়। এর ফলেই আবারও হাঁটুতে ব্যথা অনুভব করছেন তিনি।

কোপা আমেরিকা নিয়ে শঙ্কা

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপজয়ী দলটা। এবার লাতিন শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া দলটা। আর সেখানে অভিজ্ঞ মেসি-মারিয়ারাই বড় ভরসার নাম। তবে, হঠাৎ লিওর হ্যামস্ট্রিং ও হাঁটুর চোট বড় চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে মেসির জন্য।

ইন্টার মায়ামি নিজেদের শেষ দশ ম্যাচ অপরাজিত। তাই খানিক নির্ভার মায়ামি কোচ তাতা মার্তিনো। ভ্যানকুভারের বিপক্ষে তাই চোটাক্রান্ত মেসিকে মাঠে না নামানোর পরিকল্পনা দলের।

মেসির ইনজুরি কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার জন্য একটা বড় ধাক্কা। তবে, কোচ তাতা মার্তিনো আশাবাদী যে তারা মেসির অনুপস্থিতিতেও শিরোপা জিততে পারবে।


আরও পড়ুন