মেসি-দিবালা ছাড়াই আর্জেন্টিনার জয়

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 23, 2024, 3:33 p.m.
মেসি-দিবালা ছাড়াই আর্জেন্টিনার জয়

লিওনেল মেসি চোটের কারণে খেলতে পারবেন না সেটা জানা ছিল আগেই। ছিলেন না পাওলো দিবালাও। চোটের কারণে ছিটকে যান এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসি। তাতেও আর্জেন্টিনাকে থামানো যায়নি। এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে দাপুটে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।শনিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। তবে মধ্য আমেরিকার দেশটিকে পাত্তাই দেয়নি আলবিসেলেস্তারা। ম্যাচের ১৬তম মিনিটে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাঠানো বলে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ক্রিস্টিয়ান রোমেরো।


আরও পড়ুন