ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 13, 2024, 2 a.m.
ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের একাধিক জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (১০ আগস্ট) থেকে রাজস্থানে অবিরাম বৃষ্টি শুরু হলে জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসা জেলার রাস্তা প্লাবিত হয়ে যায়। এ কারণে সোমবার (১২ আগস্ট) জয়পুর, জয়পুর রুরাল, দৌসা, করৌলি, সাওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুর জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে।

 

এছাড়া, আবহাওয়া দফতর সোমবার রাজ্যের কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

 

সংবাদে জানানো হয়েছে, জয়পুরের কানোটা বাঁধে ডুবে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে সাতজন এবং জয়পুর রুরালের মাশি নদীর বাঁধে দুই যুবক মারা গেছেন। মধুরাজপুরার ড্রেনে ডুবে একজন এবং বেওয়ার পুকুরে ডুবে একজনের মৃত্যু হয়েছে। পাখরিয়াবাসের পুকুরে গোসল করতে গিয়ে আরেকজনের মৃত্যু হয়।

 

কেকরির গুলগাঁওয়ে পানিতে ভেসে এক ব্যক্তি এবং করৌলিতে বাড়ির বিম ভেঙে একজন ও তার ছেলে মারা গেছেন। বড়পুরা গ্রামে ১২ বছরের একটি মেয়ে পানিতে ভেসে গেছে। বাঁশওয়াড়ায় দৌসার এক নার্সিং শিক্ষার্থী কাদেলিয়া জলপ্রপাতে ডুবে মারা গেছেন।

 

মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘রাজ্যে ভারি বৃষ্টিপাতের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং দুর্যোগ ব্যবস্থাপনার সব ব্যবস্থা দ্রুততর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’


আরও পড়ুন