প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 19, 2024, 12:23 a.m.জাতীয় সংসদ ভবনের সামনের সড়কের ফুটপাতে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী মেহেদী হাসান নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা সজীব দে জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। কী নিয়ে গণ্ডগোল, সেটি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়। তখন মেহেদী হাসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সজীব দে আরও জানান, মেহেদী হাসান চলতি বছর এসএসসি পাস করেছেন। তিনি তার পরিবারের সাথে ভাটারা এলাকায় বসবাস করতেন। জানা গেছে, একই ঘটনায় মেহেদীর মামা চয়নও আহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ওই রাজনৈতিক দলের আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটেছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week