রাইফেলসহ গ্রেপ্তার পাঁচ ‘অস্ত্র ব্যবসায়ী’

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 16, 2024, 11:13 p.m.
রাইফেলসহ গ্রেপ্তার পাঁচ ‘অস্ত্র ব্যবসায়ী’

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চালিয়ে একটি জিথ্রি রাইফেল, ৯২ রাউন্ড রাইফেলের গুলি এবং দুটি ওয়ান শুটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম হলো: উখিয়ার মাদারবুনিয়া এলাকার মো. ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৩৭), মৃত নুর নবীর ছেলে কাশেম প্রকাশ মনিয়া (৩৮), মোস্তাক আহমদের মেয়ে লতিফা আক্তার (৩৪), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), এবং নতুনবাজার এলাকার মৃত আবুল হাশেমের ছেলে বেল্লাল হোসেন (৩৮)।

পুলিশের দাবি অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে তাঁরা বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পৌঁছে দিচ্ছেন।

অভিযানের বিষয়ে আজ বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম অভিযানের বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, মিয়ানমার থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে অপরাধী চক্রের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উখিয়ার মাদারবুনিয়া এলাকার গহিন পাহাড়ের একটি বাড়ি থেকে মোস্তাক, রবিউল আলম ও কাশেমকে দুটি ওয়ান শুটার, ৭৭ রাউন্ড গুলি ও ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়। টেকনাফ থেকে পালিয়ে মহেশখালী যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় বেল্লালকে। বেল্লালের তথ্য অনুযায়, টেকনাফের শাপলাপুর এলাকার সমুদ্রতীরবর্তী ঝাউবাগানের ভেতরে বালুচাপা অবস্থায় জার্মানির তৈরি একটি জিথ্রি রাইফেল, একটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়।


আরও পড়ুন