প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 31, 2024, 10:14 a.m.১০ মার্চ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এক দৃশ্য। মধ্যরাতে পাঞ্জাবি পরা এক বৃদ্ধ রাস্তা থেকে কিছু একটা তুলছেন। তুলে বস্তুটা নিজের ঝোলার মধ্য রাখতেই বোঝা গেল, সেটি ভারি কিছু। এর পর কুঁজো হয়ে হেঁটে সেই মানুষটি যান এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেটের দিকের সড়কে।সকালে সেই সড়কের ফুটপাতে মুখমণ্ডল থেঁতলানো একটি মরদেহ মেলে। শনাক্ত হয়, লাশটি মামুন নামে একজনের। হাতকাটা ভিক্ষুক মামুনকে ‘কাটা মামুন’ নামেই সবাই চেনে। মরদেহের পাশে পাওয়া যায়, রক্তমাখা একটা কংক্রিট স্ল্যাবের অংশ।উপকমিশনার আশরাফ হোসেন বলেন, তাকে একজন একটা চায়না লাঠি (ক্রাচ) গিফট করেছিল। সেই লাঠিটি বিক্রি করে দেয় নিহত ‘কাটা মামুন’। এ থেকে দুজনের মধ্যে ঝগড়া ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ কারণে মামুনকে হত্যা করে বৃদ্ধ হোসেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week