প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Aug. 5, 2024, 9:15 p.m.সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ঢাকা অভিমুখে দীর্ঘ পদযাত্রা শুরু করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর উত্তরা-আজমপুর থেকে শুরু হওয়া মিছিলটি তিন ঘণ্টার মধ্যে বনানী অতিক্রম করেছে। একই সময়ে হাজার হাজার মানুষ প্রগতি সরণি দিয়ে শাহবাগের দিকে যাচ্ছিল।
মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বয়সের এবং পেশার মানুষ ছিলেন। অনেকের হাতে পতাকা ছিল, কারো হাতে লাঠি ছিল, এবং কিছু মানুষ বিজয়ের 'ভি' প্রতীক দেখিয়ে উদযাপন করতে দেখা যায়। রাজধানীর মহাখালী, রামপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ও যাত্রাবাড়ীর সড়কগুলোও প্লাবিত হয়েছে। তারা হাতে জাতীয় পতাকা ধরে স্লোগান দিচ্ছে।
মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। মিরপুরের ১১ ও ১১ নম্বর পল্লবী থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হয়। সেখান থেকে তাঁরা আগ্রায় যান। বিক্ষোভকারীদের একটি দল রাজধানীর উত্তর দিক থেকে বনানীর দিকে যাত্রা করছে। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এদিকে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার ২ পিএম সময় ভাষণ দেবার কথা ছিল, কিন্তু দুই ঘণ্টা বিলম্বিত হয়ে বিকেল ৪টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week