১৭ বছর বয়সী এক মেয়ে পুরুষে রূপান্তর হয়েছে সিরাজগঞ্জে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 20, 2024, 2:25 p.m.
১৭ বছর বয়সী এক মেয়ে পুরুষে রূপান্তর হয়েছে সিরাজগঞ্জে

সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে হিন্দু ধর্মাবলম্বী ১৭ বছর বয়সী এক যুবতী মেয়ে পুরুষে রূপান্তর হয়েছে। ঘটনাটি জানাজানি হলে তাকে দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছে বাড়িতে।গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে মেয়েকে নিয়ে চুল কাটাতে গেলে এলাকায় খবরটি ছড়িয়ে পরে। এ ঘটনায় তমার বাড়িতে জনতার ভীড় হতে থাকে। বুধবার বিকেলে সরেজমিনে তমার বাড়িতে গিয়ে দেখা যায় উৎসুক জনতার ভীড়। তমা সরকার জানান,২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১৫ দিন আগে হঠাৎ করে সকালে আমার শারীরিক পরিবর্তন দেখতে পাই। চক্ষু লজ্জার ভয়ে বিষয়টি নিজের মধ্যেই বেশ কিছুদিন চাপা রাখি। এসএসসি পাশ করে রাজশাহীতে আলহাজ সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন তিনি। এক পর্যায় ছেলে হওয়ার বিষয়টি তমা তার সহপাঠীদের জানালে সহপাঠীরা তমার বাবা-মাকে জানান।তমার মা শিখা রানী বলেন, আমি তাকে পুরোপুরি ভাবে দেখেছি। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। তমা নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন লক্ষ্য করলাম। তবে তমার নাম এখনো পরিবর্তন করা হয়নি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হরমোন বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।


আরও পড়ুন