সৌদি আরবে রোজা শুরু সোমবার

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 10, 2024, 7:58 p.m.
সৌদি আরবে রোজা শুরু সোমবার

সৌদি আরবের আকাশে আজ রবিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে সিয়াম সাধনা। হিজরি বর্ষের মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। চাঁদ দেখা সাপেক্ষে নতুন মাস গণনা শুরু হয়। এ কারণে রমজান কবে শুরু হবে, তা আগে থেকে নির্ধারণ করা থাকে না।চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শাবান ২৯ দিনে শেষ হয়েছে।এর আগে সৌদি আরব মুসলিমদের প্রতি রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়। খালি চোখে বা দূরবীণে চাঁদ দেখা গেলে নিকটস্থ আদালতে জানাতে বলেন দেশটির সুপ্রিম কোর্ট। 


আরও পড়ুন