তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতারা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 11, 2024, 2:27 p.m.
তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতারা

দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর অবশেষে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করেছেন বিএনপির নেতারা।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৪৮ মিনিটে তালা ভাঙেন নেতাকর্মীরা। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ও অফিস সহকারি উপস্থিত ছিলেন।গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে  বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে তালাবদ্ধ ছিলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।


আরও পড়ুন