ফিঙ্গারপিন্ট ও ফেস শনাক্তকরণ প্রযুক্তিও নিরাপদ নয়

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 22, 2023, 10:56 p.m.
ফিঙ্গারপিন্ট ও ফেস শনাক্তকরণ প্রযুক্তিও নিরাপদ নয়

স্মার্টফোনের নিরাপত্তায় আকারে বড় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। কেউ আবার পাসওয়ার্ড হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেন। তবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফ্রেবিকের একদল গবেষক জানিয়েছেন, আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের অজান্তে তাঁদের ফোনের লক খুলতে পারে ক্যামেলিয়ন অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজান ম্যালওয়্যার।

এই ম্যালওয়্যার ব্যবহার করে যেকোনো ফোনের নিরাপত্তা পিন চুরি করে দূর থেকে সেটি নিয়ন্ত্রণও করা যায়।থ্রেটফ্রেবিকের তথ্যমতে, ক্যামেলিয়ন অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজানের ম্যালওয়্যারের নতুন সংস্করণটি ব্যবহার করে চাইলেই ফোনের যেকোনো যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেওয়া যায়। এমনকি ম্যালওয়্যারটি ফোনে সংরক্ষণ করা পাসওয়ার্ডও চুরি করতে পারে। তাই নিরাপদ থাকতে অ্যাপ নামানোর আগে নির্মাতাদের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি গুগল প্লে স্টোরের প্লে প্রটেক্ট স্ক্যান সুবিধা ব্যবহারের পরামর্শ দিয়েছেন


আরও পড়ুন