বিউটি পার্লারে গোপন ক্যামেরা, তিন আসামি আটক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 1, 2024, 6:14 p.m.
বিউটি পার্লারে গোপন ক্যামেরা, তিন আসামি আটক

উইমেন্স ওয়ার্ল্ড’ নামের বিউটি পারলারের ধানমন্ডি শাখায় গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে স্পর্শকাতর ভিডিও ধারণ-সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।  গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত পার্লারটিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ধানমন্ডি মডেল থানার পুলিশ। পরে গতকাল বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।মামলার পলাতক অপর দুই আসামি হলেন- পার্লারের মালিক তাসলিমা চৌধুরী কনা আলম (৫৭) ও ব্রাঞ্চ মালিক ফারনাজ আলম (৩২)।তিনি বলেন, ধানমন্ডির এই পার্লারে সেবা নেওয়া অনেক নারীর ভিডিও পাওয়া গেছে। বেআইনি পন্থায় এসব ভিডিও ধারণ, সংরক্ষণ করা হয়েছে।


আরও পড়ুন