পাঁচ বছর বয়সি ছেলে,ক্ষুধার তাড়নায় সে তার বাবা কাছে খাবারের আবদার করে।ছেলে তো বোঝেনা বাবা আরও বেশি ক্ষুধার্ত।কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের গাজার খান ইউনিস এলাকার একটি হাসপাতালের চিকিৎসক নাসের। পেটে ক্ষুধা নিয়েই দিনের পর দিন কাজ করে যাচ্ছেন এই চিকিৎসক। এরপরও দুমুঠো খাবার জোগাড় করতে পারলেই তা তুলে দিচ্ছেন সন্তানের মুখে।উত্তর থেকে দক্ষিণ—পুরো গাজাই এখন মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে বোমার বিকট শব্দে।হাহাকার খাবার ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মানুষের।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week