নারায়ণগঞ্জে চার ধর্মের মানুষের মহামিলনস্থল

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Nov. 1, 2023, 6:38 p.m.
নারায়ণগঞ্জে চার ধর্মের মানুষের মহামিলনস্থল

সেদিন ছিল মঙ্গলবার। হেমন্তের প্রথম দিন। নারায়ণগঞ্জ শহরে দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বিকেল পৌনে পাঁচটার দিকেও রয়ে গেছে মেঘলা ভাবটা। সন্ধ্যা নামছে চারপাশে। শ্মশানে এক যুবকের দেহ দাহ করা হচ্ছে। যুবকের অল্প বয়সী বউ স্বামীর চিতার কিছু দূরেই স্তব্ধ হয়ে বসে আছেন। চিতার কাছেই শিবমন্দির ও কালীমন্দিরে চলছে পূজার আয়োজন।

প্রায় কাছাকাছি সময়ে শ্মশান থেকে একটু দূরত্বে যে কবরস্থান, সেখানে মুসলমান একজনের লাশ দাফন করে খালি খাটিয়া নিয়ে বের হচ্ছেন স্বজনেরা। শ্মশান আর কবরস্থানের মাঝে খ্রিষ্টানদের কবরস্থান। সেখানে পিনপতন নীরবতা।

নারায়ণগঞ্জের সিটি করপোরেশন পরিচালিত মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় সিটি শ্মশান ও খ্রিষ্টান সিটি কবরস্থানের অবস্থান পাশাপাশি। মোট জায়গা ১০ একর। কবরস্থান ও মসজিদের সামনে একটি মূল ফটক। আবার কবরস্থান, শ্মশান ও খ্রিষ্টানদের কবরস্থানে যাওয়ার জন্যও তিনটি আলাদা ফটক। যেকোনো ফটক দিয়ে ঢুকে যে কেউ শ্মশান বা কবরস্থানে যেতে পারেন।


আরও পড়ুন