প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Aug. 11, 2024, 11:43 p.m.নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে চাকরিপ্রত্যাশীদের নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন শতাধিক চাকরিপ্রত্যাশী ইপিজেডের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।
ইপিজেডের প্রধান গেট বন্ধ হয়ে গেলে আন্দোলনকারীরা বাইরে থেকে নানা ধরনের শ্লোগান দেয়। কয়েকজন বিক্ষোভকারী ভিতরে প্রবেশ করে ১০/১২টি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।
এ পরিস্থিতি জানার পর সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়।
চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করছেন যে ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে, ফলে যোগ্যতাসম্পন্ন যুবকরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন। আন্দোলনের সময় তাদের ওপর হামলা ও মারধরের অভিযোগও ওঠে।
তবে আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) মাহবুব আহমেদ সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, 'আন্দোলনকারীদের ওপর কোনো হামলা করা হয়নি। তারা কয়েকটি ফ্যাক্টরিতে ভাঙচুর করেছে, এবং কারখানা কর্মকর্তারা তাদের আটকানোর চেষ্টা করেছেন।'
নিয়োগের বৈষম্য ও পুরুষদের অবমূল্যায়নের বিষয়ে তিনি বলেন, 'এখানকার বেশিরভাগ কারখানায় মেয়েরা বেশি কাজ করে, তাই মেয়েদের নিয়োগের সংখ্যা বেশি। আমি আন্দোলনকারীদের বিষয়টি বুঝিয়েছি এবং কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি।'
1 month, 1 week
2 months
3 months
3 months
3 months