ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছর কারাদণ্ড দানি আলভেসের

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 23, 2024, 8:18 p.m.
ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছর কারাদণ্ড দানি আলভেসের

গত ৩০ ডিসেম্বর রাতে বার্সেলোনার সাটন নাইট ক্লাবে। সেদিন সেই নারীর সম্মতি ছাড়াই তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন আলভেস। পরে অবশ্য এই ব্রাজিলিয়ান ফুটবলার এক বিবৃতির মাধ্যমে সেই অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেছিলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি ওই নারীকে চিনি না। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি?’ কিন্তু কিছুদিন না যেতে নিজের বয়ান পাল্টে ফেলে সাবেক বার্সা ডিফেন্ডার জানান, নারীর সম্মতি নিয়েই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।রায়ে আলভেসকে কারাদণ্ডের পাশাপাশি দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে।


আরও পড়ুন