দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 24, 2024, 3:09 p.m.
দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড

কিক-অফ হলো, সতীর্থের পাসে বল পেলেন ক্রিস্টফ বমগার্টনার। এরপর প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে তার ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদও করলেন। তখন ম্যাচের বয়স স্রেফ ৬ সেকেন্ড! কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেলো আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড।২৪ বছর বয়সী মিডফিল্ডার বমগার্টনার লিড এনে দেওয়ার পর ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আন্দ্রেস উইমান।এছাড়া ১৯৯৩ বিশ্বকাপের বাছাইপর্বে সান মারিনোর বিপক্ষে ইংল্যান্ডের ডেভিড গারত্রিয়েরি এবং ২০১৭ সালে জিব্রাল্টারের বিপক্ষে  বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেনটেক আট সেকেন্ডে গোলের রেকর্ড গড়েন।


আরও পড়ুন