প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 24, 2024, 1:11 p.m.জয়পুরহাট জেলায় গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।পাশের জেলার বদলগাছী আবহাওয়া অফিস সূত্র জানায়, গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারের রেকর্ড ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের রেকর্ডে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস যা আজ বুধবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানান, বদলগাছি আবহাওয়া অফিসের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন। তিনি বলেন, বদলগাছিসহ আশপাশের এলাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এজন্য বদলগাছির রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরেই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনো এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি বলেও জানান তিনি।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week