প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 15, 2024, 10:12 p.m.কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া মোজাফফর হোসেন (৩৭) নামের এক পলাতক আসামিকে ১৬ বছর পর গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে তাকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর পীরগাছার আবুল হোসেনের ছেলে।র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, ২০০৮ সালে মোজাফফর হোসেন ও তার সহযোগীরা ভুক্তভোগীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসেন। ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় চার্জশিট দেন। বিচার শেষে আসামি মোজাফফরের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে মোজাফফর দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week