আফ্রিকা ও ইউরোপের পর পাকিস্তানে এমপক্সের সংক্রমণ,আক্রান্ত ৩ জন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 16, 2024, 2:57 p.m.
আফ্রিকা ও ইউরোপের পর পাকিস্তানে এমপক্সের সংক্রমণ,আক্রান্ত ৩ জন

আফ্রিকা ও ইউরোপের পর এবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স)। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এ পর্যন্ত তিনজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানে তিনজনকে এমপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একই বিমানের যাত্রী ছিলেন। এমপক্সের লক্ষণ দেখা দেওয়ার পর তাঁরা হাসপাতালে যান এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁদের এমপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তাঁরা কোয়ারেন্টাইনে আছেন এবং তাঁদের চিকিৎসা চলছে।

 

করোনাভাইরাস মহামারির পর এমপক্স নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি আফ্রিকার ১৩টি দেশে এই রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আফ্রিকার বাইরেও, সুইডেনে একজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সকে ‘বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে।

 

এমপক্সের লক্ষণগুলো প্রথমে ফ্লুর মতো দেখা দিলেও, এটি দ্রুত ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক রূপ নিতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা কিংবা তাঁর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অন্য কেউ সহজেই সংক্রমিত হতে পারেন।

 

এই বছর কঙ্গোতে এমপক্সে আক্রান্তের সংখ্যা ১৩,৭০০ ছাড়িয়েছে এবং এর মধ্যে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে, ভাইরাসটি ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশসহ প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছিল, যা সেই সময়ও একটি বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতার কারণ হয়ে উঠেছিল।

এমপক্সের দ্রুত বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক রয়েছে এবং বিভিন্ন দেশ এই ভাইরাসের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। পাকিস্তানে এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।


আরও পড়ুন