বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Nov. 1, 2023, 5:08 p.m.
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে (বিএসসিএল) শূন্য পদসমূহে লোকবল নিয়োগ দেওয়ার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তিনটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেবে।

* পদের নাম: সহকারী ব্যবস্থাপক (গ্রাউন্ড স্টেশন মেইনটেইনার)- ০৩টি। শিক্ষাগত যোগ্যতা: EEE/ETE/CSE/ECE/EECE বিষয়ে স্নাতক। বয়সসীমা: ৩৫ বছর।

* পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার)—০২টি। শিক্ষাগত যোগ্যতা: EEE বিষয়ে স্নাতক। বয়সসীমা: ৩৫ বছর।

* পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার ইঞ্জিনিয়ার)- ০১টি। শিক্ষাগত যোগ্যতা: EEE/ETE/CSE/ECE/EECE বিষয়ে স্নাতক। বয়সসীমা: ৩৫ বছর।

আবেদনের শেষ সময়- ১৫ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া- আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bscl.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


আরও পড়ুন