ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহত

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 17, 2024, 3:41 p.m.
ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহত

শুক্রবার রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা।নিহতরা হলেন ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বাবলু আহমেদ (৫৫), স্ত্রী শীলা আক্তার (৪০) ও সাদমান আহমেদ (১০), অটোরিকশাচালক ফুলপুর উপজেলার দিও গ্রামের আল আমিন (২৫), ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের গোলাম মোস্তফা (৫০), ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের আব্দুল বারেক মন্ডল (৪৮) এবং অজ্ঞাত একজন।ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এর আগে এদিন ফুলপুর থেকে ছেড়ে আসা অটোরিকশাটি বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় বাসের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ অটোরিকশাটিতে থাকা সাতজনের মৃত্যু হয়।


আরও পড়ুন