প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 21, 2024, 12:19 p.m.হবিগঞ্জের বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুর্জয় কর্মকার নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, দুই কিশোরকেও পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০:৪৫ টায় উপজেলার কামাইছড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে তাদের আটক করা হয়।দণ্ডপ্রাপ্ত যুবক দুর্জয় কর্মকার এবং আটক দুই কিশোর, চনচল দাস ও রিমন সবর, সবাই বাহুবল উপজেলার বালুছড়া গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান, সকালবেলা কামাইছড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম দুর্জয় কর্মকারকে এক বছরের কারাদণ্ড দেন।
তিনি আরও বলেন, দুই কিশোরের বয়স কম হওয়ায় শিশু আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে এবং দুই কিশোরকে থানায় আটক রাখা হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week