প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 9, 2024, 11:07 p.m.ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রাজধানীর কলাবাগান থানার একটি মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার বিজ্ঞ বিচারিক আদালত তার জামিন মঞ্জুর করেন।
নয়নের আইনজীবী অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল জানান, ২০১৩ সালে রাজধানীর কলাবাগান থানায় নয়নের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০২৩ সালের ১০ ডিসেম্বর আদালত নয়নকে কারাদণ্ড দেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করার পর বিচারক তার জামিন মঞ্জুর করেন।
নয়নের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল সহ বেশ কয়েকজন আইনজীবী।
উল্লেখ্য, রবিউল ইসলাম নয়ন ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর দায়ের করা সকল মামলায় ইতোপূর্বেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week