মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা: পুতিন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Nov. 1, 2023, 5:37 p.m.
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা: পুতিন

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, গাজায় অন্য কারও অপরাধের সাজা পাচ্ছে নারী, শিশু ও বৃদ্ধরা। এটা ঠিক নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক।

পুতিন বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো সহিংসতা বন্ধ করা। নাহলে এই সহিংসতা মধ্যপ্রাচ্যের ছড়িয়ে পড়বে, যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে।

এর আগে গতকাল বুধবার মধ্যপ্রাচের সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্থল অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন। বাইডেন বলেছেন, তিনি অভিযান চালানোর দাবি জানাননি। এটা ইসরায়েলের সিদ্ধান্ত। তিনি বলেন,‘আমি বলেছি যদি এটা করে জিম্মিদের মুক্ত করা যায়, তবে তা আপনারা করতে পারেন।’ 


আরও পড়ুন