প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 1, 2024, 5:26 p.m.লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের তিন জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন হেলিকপ্টার। হত্যা করেছে ১০ জন সদস্যকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ লক্ষ্য করেহামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।
এমন অবস্থায় এই রুট এড়িয়ে চলতে চাইছে জাহাজগুলো। তবে যুক্তরাষ্ট্র চায় এই পথ দিয়েই জাহাজ চলাচল করুক। তারা সুরক্ষা দেওয়ারও চেষ্টা করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র বিমান বাহিনী লেফটেন্যান্ট কর্নেল ব্রায়ান ম্যাকগেরি বলেন, `জাহাজ শিল্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে পেন্টাগন। তাদের আন্তর্জাতিক সহায়তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week