প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 3, 2024, 4:37 p.m.ময়মনসিংহ-জারিয়া রেললাইনের নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপার তুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার গভীর রাতে দ্রুত রেললাইন সংস্কার করা হয়।স্থানীয় পুলিশ ও রেল কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা নাশকতা ঘটাতে রেললাইনের স্লিপার খুলে রেখে দেয়। গতকাল রাতে জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পারে। তারা বিষয়টি পুলিশকে জানালে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেন। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করা হলে সকালে রেল চলাচল স্বাভাবিক হয়। এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মেরামতের কার্যক্রম চলমান আছে। এখন ৫ কিলোমিটার গতিতে ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। আনসার সদস্যরা বিষয়টি দেখতে পাওয়ায় যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week