হবিগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 11, 2024, 5:42 p.m.
হবিগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

হবিগঞ্জের লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সময়ের আলোর লাখাই প্রতিনিধি সাংবাদিক মনর উদ্দিন মনির।এ ঘটনায় বুধবার  (১০ জানুয়ারি) রাতে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ সাংবাদিক।লিখিত অভিযোগসহ বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বিকালে লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে তথ্য দিতে টালবাহানা শুরু করেন  দপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, একপর্যায়ে এ কর্মকর্তা নিজ অফিসে বসে একাধিকবার ধুমপান করলে উপস্থিত এ সাংবাদিক মোবাইলে একটি ছবি ধারণ করেন পরে একর্মকর্তা ওই সাংবাদিকের সাথে অশোভন আচরণ করেন। এসময় কার্যালয়ে  উপস্থিত দপ্তরের ঠিকাদার ভাদিকারা গ্রামের আলমগীর মিয়ার ছেলে শান্ত ওই কর্মকর্তার পক্ষ নিয়ে এ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন ও তর্কে জড়ান। পরে সংবাদ সংগ্রহের তথ্য না দেওয়ায় অধিদপ্তর থেকে বের হয়ে উপজেলা কমপ্লেক্স গেইটে যাওয়ার পথে ঠিকাদার শান্তসহ সঙ্গীয় একাধিক লোকজন লাঠি এলোপাতাড়ি দিয়ে হামলা চালায় এবং পকেটে থাকা একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। পরে প্রত্যাক্ষদর্শী সিনিয়র একজন সাংবাদিক লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান। এ ব্যাপারে ঠিকাদার শান্তর মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।লাখাই থানার ওসি আবুল খায়ের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন