রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 2, 2024, 1:01 p.m.
রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল

সোমবার (১ জানুয়ারি) ঐতিহাসিক সিরিজ শেষ করে রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ।নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শেষে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সংস্করণেও প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্ত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল স্বাগতিকরা। এরপর তাসমান পাড়ের দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা। সেখানে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে দেয় বাংলাদেশ দল।

 


আরও পড়ুন