চার্জে দেওয়া ফোন থেকে আগুনে মৃত্যু ৪ শিশুর

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 28, 2024, 10:31 a.m.
চার্জে দেওয়া ফোন থেকে আগুনে মৃত্যু ৪ শিশুর

গত ২৩ মার্চ শনিবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট শহরে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা।যে ঘরে মোবাইল ফোন চার্জ হচ্ছিল— সেই ঘরে ঘুমিয়েছিল এই চার শিশু। মোবাইল ফোন বিস্ফোরণ ও আগুন লাগার পর ওই শিশুদের বাবা-মা তাদের বাঁচাতে ছুটে আসেন এবং বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তারাও।মোবাইল ফোনের বিস্ফোরণ ও তার জেরে সৃষ্ট শর্টসার্কিটের আগুনে দগ্ধ হয়ে এক পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ২ শিশুর মৃত্যুর পর বাকি সবাইকে সফদরজং হাসাপাতলে নিয়ে আসা হয়। সেখানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুটি হয়েছে বৃহস্পতিবার সকালে। পিতা-মাতা দুজনই চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন