আইসিসি টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করলো

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 13, 2024, 12:33 p.m.
আইসিসি টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করলো

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যুক্তরাষ্ট্রের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যুতে হবে এই বিশ্বকাপের নবম আসরটি।১ জুন শুরু হবে এই টুর্নামেন্ট। ২৯ জুন ফাইনাল দিয়ে নামবে পর্দা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে কানাডা।বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ৭ জুন ডালাসে খেলতে নামবে টাইগাররা। 'ডি' গ্রুপে টাইগার বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস এবং ১৬ জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।ভারত-পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে ৯ জুন নিউইয়র্কের এইসেনহাওয়ার পার্কে। ভারত গ্রুপপর্বে তাদের প্রথম তিন ম্যাচ খেলবে নিউইয়র্কে, চতুর্থ ম্যাচ ফ্লোরিডাতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৮ জুন মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার।পাকিস্তান ছাড়াও ভারত খেলবে আয়ারল্যান্ড (৫ জুন), যুক্তরাষ্ট্র (১২ জুন) এবং কানাডার বিপক্ষে (১৫ জুন)। গ্রুপে পাকিস্তানের বাকি তিন ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ জুন, কানাডার বিপক্ষে ১১ জুন এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ জুন।গ্রুপ পর্ব চলবে ১ থেকে ১৮ জুন পর্যন্ত। এরপর ১৯ থেকে ২৪ জুন সুপার-৮ পর্ব। সুপার এইটের প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ২৬ জুন গায়ানায় প্রথম সেমিফাইনাল, পরের দিন ত্রিনিদাদে হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।


আরও পড়ুন