হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় বাস দুর্ঘটনায় অর্ধশত আহত

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 30, 2024, 9:58 p.m.
হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় বাস দুর্ঘটনায় অর্ধশত আহত

৩০ মে ২০২৪ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আজ রাত ৯ টা ৪০ মিনিটে আয়েশা লাইন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে অর্ধশত মানুষ আহত হয়েছে। টোল প্লাজার কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি টোল প্লাজার আইল্যান্ডের উপর উঠে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির সামনের চাকা অচল হয়ে পড়ে এবং তীব্র গতিতে সামনের রেলিং ধাক্কা দেয়। এতে বাসটিতে থাকা প্রায় ৫০ জন যাত্রী আহত হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চালক তীব্র গতিতে বাস চালাচ্ছিলেন। এছাড়াও, বাসটির ব্রেক ত্রুটিপূর্ণ ছিল বলেও ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও স্পষ্ট কোন তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। আরও তথ্য জানা গেলে পরবর্তীতে জানানো হবে।


আরও পড়ুন