৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় যুক্ত হলেন দানি ওলমো

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 9, 2024, 9:52 p.m.
৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় যুক্ত হলেন দানি ওলমো

বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় ৭ বছর কাটানো দানি ওলমো এবার মূল দলে সুযোগ পেলেন। ৬ বছরের চুক্তিতে তিনি কাতালান ক্লাবে যোগ দিয়েছেন।

 

জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে বার্সেলোনায় আসতে ওলমোকে ৬০ মিলিয়ন ইউরোরও বেশি ব্যয় করতে হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বার্সেলোনা এক বিবৃতিতে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

 

বার্সেলোনায় ফিরে আসতে পেরে আবেগাপ্লুত ওলমো জানিয়েছেন, “আমি খুব খুশি, কারণ আমি আমার পুরনো ঘরে ফিরে এসেছি।” তিনি দলের শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

২০০৭ সালে এস্পানিওল থেকে লা মাসিয়ায় যোগ দেওয়া ওলমো ৭ বছর সেখানে কাটানোর পর ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জাগরেবের সঙ্গে যুক্ত হন। এখন এক দশক পর তিনি বার্সেলোনায় ফিরে এসেছেন।

 

ডিনামো জাগরেবের হয়ে ১২৪ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি তিনি পাঁচটি লিগ শিরোপা, তিনটি ক্রোয়েশিয়ান কাপ ও একটি ক্রোয়েশিয়ান সুপার কাপ জিতেছেন। ২০২০ সালে লাইপজিগে যোগ দেওয়ার পর ১৪৮ ম্যাচে ২৯ গোল করেছেন এবং দুবার জার্মান কাপ ও একবার জার্মান সুপার কাপ জয় করেছেন।


আরও পড়ুন