প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 24, 2024, 5:24 p.m.রাজধানীর প্রান কেন্দ্র মালিবাগ রেলগেইট এর বিপরীত পাশে একটি বহুতল ভবনের কাজ চলছে । ভবনটির এখন নিচের ভিত্তি স্থাপনের পাইপলাইনের কাজ চলছে। কিন্তু আজ বিকাল ৫ টার দিকে নির্মান কাজের সহায়ককারী ক্রেন উলটে একদম বেজমেন্টের নিচে পরে যায়। এটার গভীরতা প্রায় ১০ তলা নিচে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের দল আসেন উক্ত ক্রেনটি উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। আহতদের উধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ক্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না হয় তাই কর্তৃপক্ষ কে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং এরকম নির্মানের দিন প্রতিটি কাজে খুব সতর্কতার সাথে যেন হয় সেদিকে প্রশাসনের নজর দেয়া উচিত।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week