প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 13, 2024, 6:08 p.m.গতকাল সোমবার রাতে উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন। ডাকাতের হামলায় দুজন আহত হয়েছেন।ভুক্তভোগী সাংবাদিক শেখ সালাউদ্দিনের ছোট ভাই শেখ রাসেল উদ্দিন বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। এ সময় বাধা দিতে চাইলে তাঁর বড় ভাইয়ের মেয়ের জামাই জসিম ও তাঁর ভাই জাহাঙ্গীরকে মারধর করা হয়। পরে আলমারি ভেঙে ঘরের কাজের জন্য রাখা ১ লাখ ৩৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তাঁরা।স্থানীয় বাসিন্দারা বলেন, ডাকাতেরা লুট শেষে চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। কিন্তু ডাকাত দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যান। পরে তাঁরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week