বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 7, 2024, 2:30 a.m.
বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।

 

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জমান রিপনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এতে বিএনপি মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তিতে সর্বস্তরের মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


আরও পড়ুন