প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 22, 2024, 11:04 p.m.ঠাকুরগাঁওয়ের ৯ নং ওয়ার্ডের পরিষদপাড়ায় বুধবার সকালে ঝুলন্ত অবস্থায় দায়ন ঋষি নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, চুরির ঘটনায় তার ছেলেকে মারধরের পর প্রতিশোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, সোমবার লিটন নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগে লিটন ও তার লোকজন দায়ন ঋষির ছেলে রাজেন (১৩) ও অন্য গ্রামের সঞ্জিত (১৫) কে আটক করে মারধর করে। পরে ওয়ার্ড কাউন্সিলরের পরামর্শে ছেলেদের ছেড়ে দেওয়া হয়।
ছেলেদের ছেড়ে দেওয়ার পর মঙ্গলবার রাতে লিটন ও তার লোকজন দায়ন ঋষিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় দ্রুত আইনের আওতায় জড়িতদের আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন ও হত্যার ঘটনা নতুন নয়। এ জাতীয় ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week