মোস্তাফিজের মাথায় বলের আঘাত, চিকিৎসক যা বললেন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 19, 2024, 12:41 a.m.
মোস্তাফিজের মাথায় বলের আঘাত, চিকিৎসক যা বললেন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের নেট অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান।তবে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, এখনো খুব একটা শঙ্কা তারা দেখছেন না। তবে এসব আঘাতে পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানিয়েছেন, প্রাকটিসের সময় একটি বল এসে মাথায় আঘাত করার পর মোস্তাফিজের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে ব্যান্ডেজ দেয়া হয়।রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার নেট প্রাকটিসের সময় আঘাতপ্রাপ্ত হন তিনি।তবে হাসপাতালে ভর্তি করানো হলেও মোস্তাফিজকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলে মোস্তাফিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


আরও পড়ুন