শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রীর কোনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন নওফেল

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 29, 2024, 7:56 p.m.
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রীর কোনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন নওফেল

স্কুল-কলেজ খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পেনশন নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, "সোমবার কিছু শিক্ষার্থী রাস্তায় নেমে আসার পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে, এই মুহূর্তে সেই অবস্থা নেই। আমাদের দায়িত্বপ্রাপ্তদের সাথে আলোচনা করতে হবে। আর আপনারা যেমন বলছেন, কত মানুষ পড়েছে বা কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। যত তাড়াতাড়ি আমরা তথ্য পাব, আপনাদের জানাব।"

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে, তিনি জানান, "আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মন্ত্রিসভায় যা আলোচনা হয়েছে তা বাইরে আলোচনা করা যাবে না।"এদিন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১ জুলাই থেকে সর্বাত্মক ধর্মঘটে যান। ফেডারেশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন এই আন্দোলনের আয়োজন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এ কথা জানিয়েছেন। তবে কোনও সমাধান না হওয়ায় শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


আরও পড়ুন