প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 26, 2024, 1:29 p.m.রাজধানী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার অনেকেই বয়সে তরুণ।র্যাব-২-এর অভিযান চলে মোহাম্মদপুর, আদাবর, নাখালপাড়া ও তেজগাঁওয়ের আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘এফডিসি মুন্না’, ‘কিং মোশাররফ’ ও ‘আপন ভাই’ গ্রুপ।র্যাব-২-এর অভিযান চলে মোহাম্মদপুর, আদাবর, নাখালপাড়া ও তেজগাঁওয়ের আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘এফডিসি মুন্না’, ‘কিং মোশাররফ’ ও ‘আপন ভাই’ গ্রুপ।চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে চালাত তারা। একাকী কোনো পথচারীকে পেলে তারা আকস্মিকভাবে ঘিরে ধরে এবং চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।‘আপন ভাই’ গ্রুপের মূল হোতা শাকিব ওরফে বস্তি শাকিব, মো. নাহিদ, মো. লাদেন, হৃদয়, আবু সিদ্দিক, খোকন, নিলয় আহম্মেদ, মো. ইব্রাহিম, বিপ্লব শেখ, রাব্বি হোসাইন, তারেক জিয়া, মো. জামাল, মো. শিমুল, মো. রতন, মো. পলাশ, সাঈদ, শরিফ, মো. রাজন, মানিক, মো. কবির, হাসান মো. সাইদ, রাজা শেখ, ইকরাম ও বিপ্লব।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week