বলিউডের অদিতি রাও হায়দারি মুগ্ধ বাংলা সিনেমায়, অভিনয়ের ইচ্ছা প্রকাশ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 24, 2024, 2:38 p.m.
বলিউডের অদিতি রাও হায়দারি মুগ্ধ বাংলা সিনেমায়, অভিনয়ের ইচ্ছা প্রকাশ

কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। তৃতীয়বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির 'হীরামন্ডি' ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন।

কান উৎসবে যোগ দিয়ে ইন্ডিয়ান প্যাভিলিয়নে এক সাক্ষাৎকারে অদিতি বলেন, "ছোটবেলা থেকেই আমার সিনেমায় অভিনয়ের খুব ইচ্ছা ছিল। আমি সবসময় চাইতাম মণি রত্ন, সঞ্জয়লীলা বানসালি, আর ঋতুপর্ণ ঘোষের সিনেমার নায়িকা হতে। আমার দুটি স্বপ্ন পূরণ হলেও তৃতীয় স্বপ্নটা এখনও পূরণ হয়নি। কারণ এখনও আমি কোনো বাংলা সিনেমায় অভিনয় করিনি।"

তিনি আরও বলেন, "বাংলা সংস্কৃতি আমার খুব পছন্দ। তাই এ ভাষায় অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, একদিন ভালো পরিচালকের বাংলা সিনেমায় কাজের সুযোগ পাব। ভাষা কোনো বিষয় নয়। যেকোনো ভাষাতেই আমি অভিনয় করতে রাজি, যদি পরিচালক ও সিনেমার গল্প ভালো হয়।"

বাংলা সিনেমা করতে আগ্রহী অদিতিকে এ সময় প্রশ্ন করা হয় তিনি বাংলা সিনেমা দেখেন কি-না? উত্তরে অভিনেত্রী জানান, খুব একটা বাংলা সিনেমা এখনও দেখা হয়নি তার। তবে সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব' সিনেমা তার দেখা হয়েছে।

'মুজিব' সিনেমার প্রসঙ্গ উঠতেই অদিতি প্রশংসায় ভাসিয়ে দেন এ সিনেমার নায়ক আরিফিন শুভকে। অদিতির ভাষায়, তার (আরিফিন শুভ) অভিনয় সত্যিই অবিশ্বাস্য!


আরও পড়ুন