প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 18, 2024, 2:43 p.m.মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান নামে এক বাংলাদেশি হজযাত্রী ১৫ মে মারা গেছেন। মো. আসাদুজ্জামানের পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। পবিত্র হজ পালন করতে আসা এই যাত্রীর মৃত্যু চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা জানায়, এ বছর হজে অংশ নিতে মোট ৮১ হাজার ১টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারিভাবে ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাচ্ছেন। ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত ৬৮টি ফ্লাইটে ২৭ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হজ অনুষ্ঠিত হতে পারে ১৬ জুন, চাঁদ দেখা সাপেক্ষে। হজ ফ্লাইটের শেষ তারিখ ১০ জুন এবং হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন থেকে শুরু হয়ে ২২ জুলাই শেষ হবে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week