মৌলভীবাজারে নির্বাচনী দায়িত্বে অবহেলা- প্রিসাইডিং কর্মকর্তাসহ গ্রেফতার ২

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 22, 2024, 11:46 p.m.
মৌলভীবাজারে নির্বাচনী দায়িত্বে অবহেলা- প্রিসাইডিং কর্মকর্তাসহ গ্রেফতার ২

মৌলভীবাজারের রাজনগর পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

২২ মে বিকেলে আকাশ দাস (প্রিসাইডিং অফিসার) এবং মো. জাকির হোসেন (সহকারী প্রিসাইডিং অফিসার) গ্রেফতার হন। অপর দুইজন অভিযুক্ত - পোলিং অফিসার জাকির আহমদ ও আছমা বেগম - এখনও গ্রেফতারের ভয়ে পলাতক।

নির্বাচনে বেআইনিভাবে বহিরাগতদের ভোট দানে সহযোগিতা করা, দায়িত্ব পালনে অবহেলা এবং নির্বাচনে অন্যায় প্রভাব প্রয়োগ করেছেন বলে জানান রাজনগর থানার অফিসার ইনচর্জ মির্জা মাযহারুল আনোয়ার। 

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা এই অভিযোগে মামলা দায়ের করেন।গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উত্থাপন করেছে।

নির্বাচন কমিশন ঘটনার তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সকলের সচেতনতা ও সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন।

 


আরও পড়ুন